• May 18, 2024

খাগড়াছড়িতে ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে এবার জেলার ১ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১জানুয়ারী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ এই তথ্য জানান খাগড়াছড়ির সিভিল সার্জন বিপাশ খীসা। তিনি জানান, এ বছর খাগড়াছড়ির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ১লাখ ২হাজার ৪শ ৮৬জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬থেকে ১১মাস বয়সি ১৩হাজর ১শ ৪৩জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সি ৮৯ হাজার ৩শ ৪৩জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। পুরো ক্যাম্পেইনে মোট ২হাজার ৩শ ৪৪জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দ্বায়িত্ব পালন করবে।

প্রেস ব্রিফিংএ এসময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মেমং মারমা, ডাঃ উৎপল চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়াসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post