• December 9, 2024

খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে ৪১১ জন

খাগড়াছড়ি প্রতিনিধি: আইসোলেশনের রোগীর সংখ্যা স্থিতি থাকলেও খাগড়াছড়িতে প্রতিদিন বাড়ছে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনের সংখ্যা। গত ২৪ঘন্টায় নতুন ৩০ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৩৭ জন ও হোম কোয়ারেন্টিনে নতুন আরো ২৩ জনসহ ১৭৪ জন রয়েছে।

এদিকে জ¦র ও কাশি নিয়ে পাঁচ গার্মেন্টস কর্মীকে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

অপরদিকে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, আইসোলেশনে থাকা পাচঁজনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক। তিনি জানান, এ পর্যন্ত ৩৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post