• December 23, 2024

৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন খাগড়াছড়িতে

 ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন খাগড়াছড়িতে

স্টফ রিপোর্টার: ৩য় বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র উৎসব-২০২৩ উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়িতে। ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এ উৎসবের উদ্বোধন করেন।

জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও অরণ্যবার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কলাচারাল অফিসার নাহিদ নাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিতেন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আজহার হিরা। আগামী ৩মার্চ পর্যন্ত এ উৎসব চলবে এবং প্রতিদিন শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সিনেমা প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post