খাগড়াছড়ির আলুটিলায় পুলিশের জীপ উল্টে আহত ১৭
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে দায়িত্ব পালন শেষে ফেরার পথে জীপ উল্টে ১৭ পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আলুটিলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
মারাত্বত আশংকাজনক অবস্থায় ৫ পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খাস্রাং এর উল্টো দিকে পুলিশ সদস্যদের বহনকারী সাজেক পরিবহন উল্টে গেলে এ ঘটনা ঘটে।
এছাড়া ১১জন পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা যায়, রাত সাড়ে নয়টায় আলুটিলায় নিরাপত্তা টহল দিয়ে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ী উল্টে যায়। ঘটনার সত্যতা নিশ্চত করেছেন খাগড়াছড়ির সদর থানা ওসি আব্দুর রশিদ।
আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার আব্দুল আজিজ। তিনি আহতদের খোঁজ খবর নেন।