• February 19, 2025

খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র,গুলি ও নগদ টাকাসহ ইউপিডিএফ’র ৪কর্মী আটক

 খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র,গুলি ও নগদ টাকাসহ ইউপিডিএফ’র ৪কর্মী আটক

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলবার ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে ২টি পিস্তল, গুলি ও নগদ প্রায় ৬লাখ টাকাসহ ইউপিডিএফের (প্রসিত) চার কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা, বিধু ভূষণ চাকমা ওরফে অনিক (৫১), সমর বিজয় চাকমা ওরফে ভালো ওরফে নিবেদন চাকমা (৩৬), পূর্ন জীবন চাকমা ওরফে দিগন্ত চাকমা (৪২), প্রত্যয় চাকমা ওরফে প্রীতি (৪২)।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দীঘিনালা ইউনিয়নের ভিতর বানছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের নিকট থেকে ২টি পিস্তল যার ১টি অ্যামেরিকার তৈরি, ৩টি ম্যাগাজিন, ৪০ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ৫লাখ ৭৪হাজার ৫২১টাকা, ৮টি মোবাইল ফোন, ১০টি সীম, তাদের ব্যাবহৃত ব্যাগ এবং চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বুধবার থানায় অস্ত্র আইনে ১টি এবং চাঁদাবাজির অভিযোগে ১টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এক ই-মেইল বার্তায় সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের ৪কর্মীকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post