খাগড়াছড়ির দূর্গম ৩ ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নার্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জোলার ১৮৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে পৌছে গেছে। সকাল থেকে বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলিতে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়। সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেডের সহযোগীতায় জেলায় লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম ২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার জাহিদ ইকবাল জানান, নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে সেনা এভিয়েশনের হেলিকপ্টারের সহায়তায় দূর্গম শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরন করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার মোঃ নাজিম উদ্দিন সরোয়ার ও ইউসুফ জামালে’র নেতৃত্বে, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সাথে নিয়ে নিবাচনী এসব সরঞ্জাম প্রেরণ করা হয়।
অন্যদিকে জেলার দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।