খাগড়াছড়ির নতুন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ হিসেবে নতুন যোগদান করেছেন মোহাম্মদ শাহীন উদ্দিন। েিবদায়ী বছরের ১০ডিসেম্বর রেজা মো: আলমগীর হোসেন বদলী হওয়ার পর গত ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে যোগদান করেন মোহাম্মদ শাহীন উদ্দিন । নতুন বছরের প্রথম কার্যদিবস রবিবার বিচারিক আদালতে এজলাসে কর্মব্যস্ত সময় কাটান তিনি। এর আগে তিনি নারয়ানগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর নিজ বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে। পিতা মরহুম মো: আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-কর কর্মকর্তা (রাজস্ব) পদে দায়িত্ব পালন শেষে ১৯৯১সালে অবসরে যান। মা রত্নগর্ভা মোছাম্মদ চেমনআরা বেগম। ৮ভাই ও ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর ভাইয়েরা বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক তিনি। বিজ্ঞ এই বিচারক অত্যন্ত সফলতার সাথে নারয়ানগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে দায়িত্ব পালন করেন। ন্যায় বিাচর প্রতিষ্ঠার স্বার্থে খাগড়াছড়িবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।