খাগড়াছড়ির শিক্ষক ও অভিভাকদের নিয়ে অটিজম শিশু বিষয়ক ৫দিনের প্রশিক্ষণ শুরু ফেনীতে
আলমগীর হোসেন: রাষ্ট্রীয় আইন মেনে চলি অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি” এই শ্লোগানকে প্রধান্য দিয়ে ফেনীতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও অভিবাকদের নিয়ে অটিজম শিশুদের সম্পর্ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী সরকারি টিচার্স ট্রিনিং কলেজ হলরুমে ২৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ৫ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ ৫দিন ব্যাপী চলবে বলে ফেনী সরকারি টিচার্স ট্রিনিং কলেজ প্রশিক্ষক সহকারী অধ্যক্ষ মুখশেদুল হক জানান।
অনুষ্টানটি পরিচালনা করেন মানিকছড়ি রানী নেহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিক কুমার, অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী প্রতিবদ্ধি স্কুলের প্রধান অধ্যাপিকা নুর জাহান বেগম, সভাপতিত্ব করেন ফেনী সরকারি টিচার্স ট্রিনিং কলেজের অধ্যক্ষ মন্জুরুল করিম, আরো বক্তব্যরাখেন শিক্ষক নাজমা আক্তার, ওমর ফারুক।