মধ্যরাতে খাগড়াছড়ির স্বনির্ভরে আগুনে পুড়লো ১২ দোকান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা শহরের স্বনির্ভর বাজারে ১২টি দোকান ঘর ভায়াভহ আগুনে পুড়ে গেছে। ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২টার কিছু আগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে।
একটি চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা এ ধারণা করলেও পুলিশ নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি। সরকারি কর্মকর্তা ও জনপ্রনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।