খাগড়াছড়ি আওয়ামীলীগের নেতাকে দেখতে গেলেন যতিন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা ও যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক অসুস্থ এসএম শফি‘র স্বাস্থ্য ও বর্তমান অবস্থার খুজ খবর নিতে গেল

লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান
চুক্তি একবার হয়েছে আর হবে না -কংজরী চৌধুরী
মানিকছড়িতে মাঠ দিবস উপলক্ষে আদা প্রদর্শনী

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা ও যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক অসুস্থ এসএম শফি‘র স্বাস্থ্য ও বর্তমান অবস্থার খুজ খবর নিতে গেলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) সাবেক সংসদ সদস্য যতিন্দ্র লাল ত্রিপুরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শফির হাটাজারীস্থ ইসলামীয়া হাটের বাস ভবনে অসুস্থ্য এই নেতাকে দেখতে যান। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, জেলা যুবলীগের নেতা বুলু ত্রিপুরা, জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমূখ।

শফি‘র দ্রুত সুস্থ্যতা কামনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগের জন্য অসুস্থ এই নেতা অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম, মামলা-হামলা এবং নির্য়াতনের স্বীকার হয়েছেন। যার ফলে বাংলার স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শফি সাহেবকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়ীত্ব দিয়েছে। আমি দ্রুত তার সুস্থ্যতা কামনা করি।