• November 13, 2024

খাগড়াছড়ি আসনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া মনোনয়ন তুলেছেন

স্টাফ রিপোর্টার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া মনোনয়নপত্র তুলেছেন। ২৬ নভেম্বর সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো: জাহিদ হোসেনের কাছ থেকে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সহ-সভাপতি নাছির সিকদার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ অংগ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post