স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি আসনে ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল বেসরকারী ফলাফলে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন ২লাখ ৩
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি আসনে ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল বেসরকারী ফলাফলে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন ২লাখ ৩২হাজার ৪৩ ভোট। সিংহ প্রতীকের ইউপিডিএফ মনোনীত প্রার্থী নুতন কুমার চাকমা পেয়েছেন ৫৩হাজার ৮৬৫ ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ পেয়েছেন ৫০হাজার ১০৪ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুর জব্বার পেয়েছেন ২হাজার ৮৯০ ভোট। লাঙল প্রতীকের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২হাজার ২৬৭ ভোট। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা রির্টানিং কার্যালয় হতে চুড়ান্ত ভোটের ফলাফল ঘোষণা করা হয় নি।