খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

 খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
২ জুন বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ইসলামিয়া মাদ্রাসায় প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. নাজমুস সাকিব’র সভাপতিত্বে এসময় ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কিরাত, আযান, ইসলামী গান, কবিতা আবৃতি, উপস্থিত বক্তব্য, রচনা ও ইসলামী জ্ঞান এর প্রতিযোগীতায় তিন জন করে বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে মোট সাতটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখান থেকে জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতা অংশ নিতে চট্টগ্রাম যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি বিষয়ে তিনজন করে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post