স্টাফ রিপোর্টার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি এপি
স্টাফ রিপোর্টার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০ ঘটিকায় শোক র্যালির মাধ্যমে খাগড়াছড়ি’র টাউন হলে উপস্থিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বেলা ১১টায় এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ি’র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল’র আয়োজন করা হয়।
কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত) অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার এবং সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ সহ চলমানরত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) ৯ম ব্যাচ এবং সেকশন লিডার কোর্স (এসএলসি) ৩য় ব্যাচ এর প্রশিক্ষণার্থী বৃন্দ কর্মসূচিতে অংশ নেন।