• December 9, 2024

খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার’ উদ্যোগে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালন

এস.এম.ইউছুফ আলী: খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে।

১৭ মার্চ দিবসটি পালন উপলক্ষে প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মোঃ আওরংজেব মাহবুব পিপিএম’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করাসহ কেক কাটার আয়োজন করা হয়। সন্ধ্যায় সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক সহ অন্যান্য সকল কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post