খাগড়াছড়ি ও রাঙামাটিতে বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ

স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন আগামী (২১মার্চ) বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও

মানিকছড়িতে ৩১ লিটার মদসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী
লক্ষ্মীছড়ির সেই মনিকা এখন ম্যাজিকেল চাকমা, এলাকাবাসীর সংবর্ধনা
ব্যাংকার ও এসএমই-সিএমএসএমই উদ্যেক্তার সাথে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন আগামী (২১মার্চ) বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসুচির ঘোষণা দিয়েছে।

সোমবার (১৯মার্চ) সকালে গণমাধ্যমে পাঠান হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমার সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সন্ত্রাসী কর্তৃক অপহৃত এইচডবিøউএফ-এর দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সর্বস্তরের জনগণ এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই কর্মসূচি সফল করতে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ  জানানো হয়েছে।