খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বাংলা নববর্ষ পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বাংলা নববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. লে. কর্ণেল মোঃ এনামুল ইসলাম।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে রের হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে বিদ্যালয় অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটরিয়ামে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাঙ্গালীর সাজে সজ্জিত ৫৩ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় আকর্ষনীয় ফ্যাশন শো। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষের সহধর্মিনী মমতাজ খানম।