• March 27, 2025

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বাস দুর্ঘটনায় সড়ক যোগাযোগ ২ঘন্টা বন্ধ থাকার পর চালু 

 খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বাস দুর্ঘটনায় সড়ক যোগাযোগ ২ঘন্টা বন্ধ থাকার পর চালু 

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার ওসমানী পল্লী এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস ওভারটেকিং করতে গিয়ে লোকালবাস সড়কে উল্টে যায়। এতে দুই ঘণ্টার অধিক সড়কে বাস,জীপ চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উল্টে যাওয়া বাস টেনে সরানোর পর ফের যান চলাচল শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার পর খাগড়াছড়িগামী একটি শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় ওভারটেকিং করার সময় লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে লোকাল বাসের ৮/১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকেরা আহতের চিকিৎসা দেন এবং গুরুতর আহত উপজেলার বড়ডলু এলাকার সাহেরা খাতুন(৬৫)কে চমেক হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ডা. মহিউদ্দীন জানান, আহতের মধ্যে একজন গুরুতর। তাকে(সাহেরা খাতুন) চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য ৭/৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাস চট্টমেট্টো-জ ১১-০১৮৫ দুই ঘণ্টার অধিক সময় সড়কে পড়ে থাকায় দু’পাশ জুড়ে প্রায় শতখানেক বাস-জীপ, সিএনজি অটোরিকশা দীর্ঘ  জ্যাম পড়ে। এতে শত শত যাত্রীরা দুর্ভোগ পোহায়।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই বাসের ওভারটেকিং করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে সড়কের দু’পাশে প্রচুর গাড়ীর আটকা পড়ে। বাসটি পুরোপুরি সরাতে সময় লাগবে। আপাতত বিকল্প পন্থায় বাসটি কিছুটা সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post