• May 22, 2024

খাগড়াছড়ি জেলায় আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ব্যানবেইস এর ১৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ খাগড়াছড়িতে ২৬ জুলাই বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় জেলা সদরস্থ ইউআইটিআরসিই ভবনে ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামার মনিষ চাকমা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অলী আহাদ। প্রশিক্ষণে দীঘিনালা ও পানছড়ি উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৪জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। সকলের আইসিটি বিষয়ে জ্ঞান থাকা উচিত। শিক্ষকদের বেলায় এটি অবশ্য কর্তব্য। আইসিটি বিষয়ে সকল শিক্ষকের অবশ্যই দক্ষতা থাকতে হবে। ভাল শিক্ষক হতে হলে এই বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক।” পরে কোর্স সমাপনী মূল্যায়ন পরীক্ষা প্রথম স্থান লাভকারী পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ তহিদুর রহমান এর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post