খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুন্নবী চৌধুরী আর নেই, সর্বত্র শোক
খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট জাতীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নুরুন্নবী চৌধুরী (৮০) ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ৮.২০ ঘটিকায় খাগড়াছড়ি তার নিজ বাস ভুবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে .. ..রাজেউন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ দেশ-বিদেশে বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ২৪ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। নুরুন্নবী চৌধুরী ১৯৪০ সালে নোয়াখালী জন্ম গ্রহণ করেন।
এদিকে নুরুন্নবী চৌধুরী মৃত্যুর সংবাদে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও নোয়াখালী নুরুন্নবী চৌধুরী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা শোকাহত নুরুন্নবী চৌধুরী পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।