খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন: আবারো নৌকার মাঝি কুজেন্দ্রলাল ত্রিপুরা ও নির্মলেন্দু চৌধুরী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন খাগড়াছড়ি জলা আওয়ামীলীগের সভাপতি ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ২৪ নভেম্বররবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা আউটার স্টেডিয়াম সম্মেলন মঞ্চে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বর্তমান সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি-কে পুনরায় সভাপতি, ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোঃ দিদারুল আলমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা দেন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post