Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়ি জেলা কারাগারে আসামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা কারাগারে টয়লেটে গলায় গামছা পেঁচিয়ে পণোগ্রাফী মামলার আসামী মিলন বিকাশ ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছে বলে জানা গ

পানছড়ি বাজারে আগুনে পুড়েছে বসত বাড়িসহ ১৫ দোকান
লক্ষ্মীছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হলেও কথা রাখেনি এলজিইডি
উদ্বুদ্ধকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা কারাগারে টয়লেটে গলায় গামছা পেঁচিয়ে পণোগ্রাফী মামলার আসামী মিলন বিকাশ ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ২৮ মে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে নিহত মিলনসহ আরও ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি বলেন। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

খাগড়াছডড়ি জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্তি দায়িত্ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। তিনি গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।