খাগড়াছড়ি জেলা কৃষকলীগের উদ্যোগে চলছে বৃক্ষ রোপন কর্মসূচি
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। ১৭জুলাই শুক্রবার হাতিয়াছড়া শালবন বৌদ্ধ বিহারে এ কর্মসূচি পালিত হয়। খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী জানান, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র দিক নির্দেশনা, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম রেজা’র তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হচ্ছে।
লক্ষ্মীছড়ি উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ শাহজাহান বিশ্বাস, সদস্য সচিব থোয়াইরী মারমা, হাতিছড়া শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়ারা বতি ভান্তে উপস্থতি ছিলেন। হাতিছড়া শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়ারা বতি ভান্তে বলেন, কৃষকলীগের এমন জনহিতকর কাজে আমি খুবই খুশী, কেননা এতে করে অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশ দূষণমুক্ত ও সকল প্রাণীর শান্তি হবে।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় খাগড়াছড়ি জেলা ও জেলার সকল ইউনিট বৃক্ষরোপণ করছে, ইহা একটি ধারবাহিক কর্মসূচি যা আগামী আষাঢ় মাস পর্যন্ত চলবে। বিহার এলাকায় প্রায় ১হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে বলে জানা গেছে।