• December 13, 2024

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী লক্ষ্মীছড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী লক্ষ্মীছড়ি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। মহামারী করোনায় নিন্ম আয়ের মানুষের মাঝে ২মে শনিবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা সদর, দুল্যাতলী ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও মহিলা মেম্বার কাজল আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও রেডক্রিসেন্ট যুব ইউনিটের মাধ্যমে ৫০জনকে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

করোনা পরিস্থিতির প্রথম পর্যায় পাবর্ত্য মন্ত্রণালয়ের বরাদ্দে লক্ষ্মীছড়ি উপজেলায় ৫০০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করারর পর দ্বিতীয় পর্যায় আরো ৫০০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগে নেয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post