• December 23, 2024

খাগড়াছড়ি জেলা প্রশাসকের মতবিনিময় সভা রামগড়ে

 খাগড়াছড়ি জেলা প্রশাসকের মতবিনিময় সভা রামগড়ে
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মো: মোস্তফা হোসেন। বক্তব্যে রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুলআলম আলমগীর, মারমা উন্নয়ন সংসদের সভাপতি রুম্রচাই কারবারী, সাংবাদিক  নিজাম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, কৃষি অফিসার রাশেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমূখ।
সভায় জেলা প্রশাসক বলেন, জনপ্রতিনিধি,সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, গন্যমান্যব্যাক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রশাসন পরিচালনা করা কঠিন। তিনি আরো বলেন, রামগড় উপজেলার  শিক্ষার মান বৃদ্ধিসহ পর্যটন খাতকে কাজে লাগানো গেলে অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হবে। সকলের সম্প্রীতির বন্ধন ও সহযোগিতার ভিত্তিতে খাগড়াছড়িকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তিনি।
সভা শুরুতে ফুলদিয়ে বরণ শেষে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা বার্তা প্রদান করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এবং স্ব-স্ব দপ্তরের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করেন তারা। পরে উপজেলায়  প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ণ প্রকল্পের বসবাসরত ঘরেরর মালিকদের সাথে  কৌশল বিনিময় সহ বৈষ্ণব পাড়া মডেল কমিউনিটি ক্লিনিক এবং বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শণ করেন।
মতবিনিয় সভায় আরো উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার মো: আতিকুুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ,বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গন্যমান্য  ব্যাক্তিবর্গ, হেডম্যান কারবারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post