খাগড়াছড়ি জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ১৮ এপ্রিল বিকাল ৩টায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া সভায় সভাপতিত্ব করেন। এসময় অনুমোদিত খাগড়াছড়ি জেলা বিএনপির ১৫১সদস্যর কমিটির নাম ঘোষণা করা হলে প্রত্যেকেই নিজ নিজ পদের পরিচিয় দেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির কমিটিতে ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হওয়ায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা ফুল দিয়ে অভিনন্দন জানান।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার মনি।
উল্লেখ্য গত ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৫১সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা বিএনপির কমিটি অনুমোদন দেন।