• October 8, 2024

খাগড়াছড়িতে ডিজিএফআই’র প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরে ডিজিএফআই‘র ২৩তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।  ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ডিজিএফআই‘র কর্ণেল জিএস মাহাবুবুর রহমান ছিদ্দিকী অতিথিদের নিয়ে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও  ভারত প্রত্যাগত উপজাতী শরনার্থী প্রত্যাবাসন ও উদ্বাস্ত নিদিষ্টকরণ পূর্ণবাসন সম্পকিত ট্রাসফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজেরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ভারত প্রত্যাগত উপজাতী শরনার্থী প্রত্যাবাসন ও উদ্বাস্ত নিদিষ্টকরণ পূর্ণবাসন সম্পকিত ট্রাসফোর্স সাবেক চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা, রামগড় পৌর সভার পৌর মেয়র মোঃ শাহজাহান রিপন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য্যসহ সামরিক, আধা সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ও সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তবর্গ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post