• December 27, 2024

খাগড়াছড়ি পরিবহণ চালক সমিতির ১৮তম বার্ষিক সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শনিবার সকাল ১০টায় পৌর টাউন হলে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উঠিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।  মুমিনুল হকের সঞ্চালনায় খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি ও জেলা সমবায় অফিসার রতœ কান্তি রোয়াজা, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক গ্রুপের সভাপতি আব্দুল মান্নান, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন টিটো, খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ প্রমূখ। বার্ষিক সাধারণ সভায় পরিবহণ সেক্টরের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়সহ সচেতনতা মুলক আলোচনা শেষে কল্যাণ ফান্ড থেকে পরিবহন চালক মরহুম আব্দুল কুদ্দুসকে ২লক্ষ টাকা হস্তান্তর করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post