খাগড়াছড়ি পৌরনির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, কাউন্সিল’র প্রার্থীকে অর্থদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর নির্বাচনে প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আব্দুল মজিদ নামে এক কাউন্সিলর প্রার্থীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। ৬জানুয়ারি বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের খাগড়াপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শাকিল এ অর্থদন্ডের রায় দেন।
৫নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদ পৌরসভা নির্বাচন আচরণ বিধি ২০১৫ এর ৭ (ক) লঙ্ঘন করে মিছিল করায় ৫০ হাজার টাকা আর্থিক দন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কমিশন ও প্রশাসন মাঠে কাজ করছে। বিশৃঙ্খলা করে কেউ ছাড় পাবেন না।