• December 9, 2024

খাগড়াছড়ি পৌর নির্বাচন: আ.লীগ-বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা

খাগড়াছড়ি প্রতিনিধি: আনন্দ উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিযেছেন।

২০ ডিসেম্বর রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিকেলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

আগামী ২২ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post