• July 27, 2024

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ইভিএম ও পেশী শক্তি নিয়ে শংসয় প্রকাশ -সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী

স্টাফ রিপোর্টার: আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মিল্লাত চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়ির সহ সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, মোহাম্মদ হোসেন বাবু, ক্ষেত্র মোহন রোয়াজা। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, সহ আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জহির আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন সহ জেলা অঙ্গ ও সহযোগী সংগঠের নেতৃবৃন্দ।

পৌরসভার নির্বাচনে ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল ভোট গ্রহণে ইভিএম ও পেশী শক্তি নিয়ে শংসয় প্রকাশ করে বলেন, যে ইভিএম এর সাথে সাধারণ মানুষ পরিচিত নয়,তার মাধ্যমে ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। সে সাথে পৌরসভা নির্বাচন কতটুকু সুষ্ঠ হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ইভিএম কারচুপিসহ পেশীশক্তি ব্যবহার হওয়া নিয়ে শঙ্কার কথা জানান।

এছাড়াও জনগণের ভোটে নির্বাচিত হলে সমহারে সকল এলাকার উন্নয়ন, অযাচিত পৌর কর পরিহার, মাদকমুক্ত পৌর এলাকা ও ঠিকাদারী কাজের সম-বন্টনসহ নাগরিক সুবিধার যথাযথ ব্যবস্থা করার কথা জানান তিনি। এতে তিনি আরো বলেন, বর্তমানে ভোটাররা ধানের শীষে ভোট দিলে নৌকায় চলে যায় এ ধরনের আশঙ্কা রয়েই যায়। এছাড়াও সারাদেশের মত খাগড়াছড়িতেও ভোট কারচুপির চেষ্টার শঙ্কার কথা তুলে ধরে প্রভাবমুক্ত সুষ্ঠ নির্বাচন দাবী করেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post