• February 9, 2025

খাগড়াছড়ি পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মেয়র প্রার্থী মনোনীত হলেন নির্মলেন্দু চৌধুরী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আ.লীগের দলীয় মেয়র প্রার্থী মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বার্তায় এ খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে জেলা আওয়ামী লীগের খাগড়াছড়ি পৌরসভার দলীয় প্রার্থী নির্বাচনের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ও বর্তমান মেয়র রফিকুল আলমসহ ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।

গত ৫ ডিসেম্বর দুই পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই সংক্রান্ত বিশেষ বর্ধিত সভা করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। শহরের কদমতলী এলাকায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সম্ভাব্য প্রার্থীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় খাগড়াছড়ি পৌরসভায় মোট ৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post