• July 27, 2024

খাগড়াছড়ি পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৫নং কদমতলী ওয়ার্ডে আব্দুল মজিদ পাঞ্জাবী প্রতীকে প্রচারণা

 খাগড়াছড়ি পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৫নং কদমতলী ওয়ার্ডে আব্দুল মজিদ পাঞ্জাবী প্রতীকে প্রচারণা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বর্তমান কাউন্সিলর মো: আব্দুল মজিদ পাঞ্জাবী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি নিজ এলাকার ভোটরদের নিয়ে বৈঠক করছেন প্রতিনিয়ত। জয়ের প্রত্যাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক ঘর থেকে অন্য ঘরে। সারাও পাচ্ছেন ব্যাপক এমনটাই মনে করেন পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মো: আব্দুল মজিদ।

৮জানুয়ারি শুক্রবার সন্ধায় কদমতলী মসজিদ সংলগ্ন মাঠে কর্মী-সমর্থক ও ভোটারদের নিয়ে এক সভা করেন তিনি। সকলের উদ্দেশ্যে এক বক্তৃতাকালে পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মো: আব্দুল মজিদ বলেন, আমাকে বিগত দিনে কাউন্সিলর পদে নির্বাচিত কে ছেন। এ এলাকার মানুষের কল্যাণে আমি সাধ্যমত কাজ করার চেষ্টা করেছি। এখানকার, রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির ও ক্যায়ং ঘর নির্মাণে আমার সহযোগিতা ও অবদান রয়েছে। মানুষের সুখে-দু:খে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যেহেতু আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি, আমার ভুলত্রুটি থাকতেই পারে। সকল ভুলত্রুািট ভুলে আমাকে পাঞ্জাবী প্রতীকে আগামী ১৬ জানুয়ারি শনিবার আপনাদের মূলবান ভোটটি দিয়ে আবারো জয়যুক্ত করলে আপনাদের সেবায় গোলামী করার সুযোগ দিলে সাধ্যমত আপনাদের কাছে থেকে নি:স্বার্থভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমার জানা সর্তে খারাব কোনো কাজ করিনি সেই বিবেচনায় পাঞ্জাবী প্রতীকে আবারো ভোট প্রার্থনা করেন তিনি।

নির্বাচনী প্রচরণামূলক উক্ত সভায় সভাপতিত্ব করেন মো: আজগর চেয়ারম্যান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: আলাউদ্দিন। এছাড়াও কাউন্সিলর পদে পাঞ্জাবী প্রতীকে মো: আব্দল মজিকে পূণরায় নির্বাচিত করতে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন মো: আলমগীর কবির, কাজি মো: মুজিব, মো: রফিকুল ইসলাম ও মো: নুর আলম।
এদিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো: আব্দুল জলিল(পানির বোতল), লোকমান মিয়া কামাল (ব্লাকবোর্ড), মোহাম্মদ জোবায়ের ইসলাম (উটপাখি) প্রতীকে। সকল প্রার্থীরাই নিজ নিজ এলাকার ভোটারদের কাছে জয়ের প্রত্যাশায় ভোট প্রার্থনা করছেন।
৫নং ওয়ার্ডে মোট ভোটার ৩হাজার ৭৬৪ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ২হাজার ২১৪ এবং নারী ভোটার ১হাজার ৫৫০ ভোট। ভোট কেন্দ্র হলো খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়। খাগড়াছড়িতে এই প্রথম ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post