• September 11, 2024

খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এম. সাইফুর রহমান, খাগড়াছড়ি :  হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এক পাহাড়ী পরিবারের জায়গা দখল করে পৌর মার্কেট ও দোকান প্লটের অবকাঠামো নির্মাণের অভিযোগে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রাপ্রু চাই চৌধুরী। তিনি বলেন, ২০০৩ সালের ২আগষ্ট হাইকোর্টের এক নির্দেশনায় খাগড়াছড়ি পৌর শহরের মালিকানাধীন  জমিতে স্থিতিবস্থার নির্দেশনা দেয়া হয়। কিন্তু পৌরসভার মেয়র রফিকুল আলম নিদের্শনা অমান্য করে বিএমডিএফের অর্থায়নে জোরপূূর্বক মার্কেট নির্মাণের কাজ করছেন। পাশাপাশি মেয়রের নির্দেশে হাইকোর্টের স্থিতিবস্থা জারিকৃত জায়গায় দোকান প্লটের অবকাঠামো নির্মাণ করছে।

এই বিষয়ে বাঁধা দিতে গেলে পৌর মেয়র রফিকুল আলম এর পক্ষ একাধিকবার গুম-হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন থেকে সমস্যা  নিরসনে প্রধানমন্ত্রী কাছে নিরাপত্তা ও হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাগরিকা ত্রিপুরা, ফাইকা চৌধুরী ও সীমা চৌধুরী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post