• February 18, 2025

খাগড়াছড়িতে বিআরডিবি’র আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) এর খাগড়াছড়ি জেলার আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন। গত ২৯ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে এ বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।

বিআরডিবি’র জেলা অফিসসহ সকল উপজেলার কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন প্রকল্পের মাঠ সংগঠকরা এতে অংশ গ্রহণ করেন। আমন্ত্রিত অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিআরডিবি’র কার্যালয়ের সাবেক উপ-পরিচালক মুকুল বিকাশ চাকমা ও সুরেশ কান্তি চাকমা, কক্মবাজার জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মো: মোশারফ হোসেন ও ইউসিসিএলি: এর খাগড়াছড়ি জেলা কমিটির চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবলু। রামগড় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মফিজ উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দীঘিনালা সহকারি পল্লী উন্নয়ন অফিসার মো: জাকারিয়া চৌধুরী।

সংক্ষিপ্ত এক আলোচনা সভায় খাগড়াছড়ি বিআরডিবি’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: কামাল উদ্দিন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিআরডিবি পরিবারের সকলের সহযোগিতায় বার্ষিক বনভোজন সফল হওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামিতে আরো সুন্দরভাবে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন বিআরডিবি খাগড়াছড়ি জেলা উপ-পরিচালক মো: কামাল উদ্দিন। পরে র‌্যাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post