খাগড়াছড়ি মনোনয়ন পত্র বাতিল যাদের
স্টাফ রিপোর্টার: জেলার ৮ উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী চঞ্চুমনি চাকমা হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় এবং পানছড়ি উপজেলায় শ্যামল কান্তি চাকমার ভোটার সংক্রান্ত তথ্য সঠিক প্রমানিত না হওয়ায় বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
এছাড়া খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মেহেদী হাসান হেলাল, ফারুক ভুইয়া, পানছড়ি উপজেলায় আয়ন চাকমা ও চন্দ্র দেব, মানিকছড়ি উপজেলায় ইন্দ্রিস ইসলাম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ নাসিমা বেগম, মাটিরাঙ্গা উপজেলায় রোজিনা বেগমের মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তরী এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন যাছাই-বাছাই সম্পন্ন করেন।