খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট প

মহালছড়িতে প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল
খাগড়াছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা
পানছড়িতে ইপসা শো প্রকল্পের পুরুস্কার বিতরণ ও সম্মাননা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ মাঠে এসব মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেনেন্ট  কর্নেল হাসনাত ও রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার জানান, পবিত্র সিয়াম সাধনার মাসে সবাই যেন রমজান পালন করতে পারে সে লক্ষে পার্বত্য চট্টগ্রামের যে কোন এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সববময় পাশে ছিল এবং এই অঞ্চলের  শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।