• July 13, 2024

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে। ১৭এপ্রিল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল শামস মোহাম্মদ মামুন। উদ্বোধনী দিনে মারিশ্যা  জোন ০-২ গোলে লোগাং জোনকে পরাজিত করে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ বিপুল সংখ্যক ক্রীড়া অনুরাগী উপস্থিত ছিলেন।
রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে এ টুর্ণামেন্টে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৭টি দল অংশ নিবে। এগুলো হচ্ছে, খাগড়াছড়ি সদর জোন, লোগাং জোন, দীঘিনালা জোন, বাঘাইহাট জোন, মারিশ্যা জোন, লংগদু জোন ও মহালছড়ি জোন। আগামী ২৭ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post