• July 27, 2024

খাগড়াছড়ি রেডক্রিসেন্ট নির্বাচন, চলছে প্রচারণা-প্রচারণা

 খাগড়াছড়ি রেডক্রিসেন্ট নির্বাচন, চলছে প্রচারণা-প্রচারণা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন/২০২২ এর ভোট হতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর। এরি মধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পরেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যান পদে ২জন। সাধারণ সম্পাদক পদে ৭জন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। পেশা ভিন্ন হলেও নাম এক ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাড. জসিম উদ্দিন মজুমদার ও মো: জসিম উদ্দিন মজুমদার। সাধারণ সম্পাদক পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে বর্তমান সেক্রেটারী মো: শানে আলম, নুরুল আজম, মো: নুরুল আফছার চৌধুরী শামীম, মো: দিদারুল আলম, ক্যজরী মারমা, আব্দুল মজিদ ও উশ্যে প্রæ মারমা। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১৩জন। এর মধ্যে মো: ইসমাইল হোসেন, অনিমা রানী দে, মো: শহিদুল ইসলাম, মো: নজরুল ইসলাম, ত্রিনা চাকমা, উত্তম কুমার দে, শাহনাজ সুলতানা, মো: মাইন উদ্দিন, জীতেন বড়–য়া, মো: আসাদ উল্লা, মোফাজ্জল হোসেন ভূইয়া, মো: দুলাল হোসেন ও ইঞ্জিনিয়ার খোরশেদ আলম।

সব প্রার্থীরাই ভোট যুদ্ধে এখন মাঠে। একেবারে নতুন মুখ যেমন রয়েছে, তেমনিভাবে দীর্ঘ দিন রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন এমন প্রার্থীও রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২জন। বিগত ২বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও নতুন মুখ রেডক্রিসেন্টর কার্যনির্বাহী কমিটির সদস্য মো: জসিম উদ্দিন। খবর নিয়ে জানা যায়, এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার দীর্ঘ বছর ধরে পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকতা পেশাও জড়িত। এছাড়াও খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকসহ অসংখ্য পেশাজীবি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করছেন। আজীবন সদস্য কিংবা ভোটারদের কাছে রয়েছে যেমন সু-পরিচিতি তেমনি বার বার নির্বাচন করার কারণে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে অনেক বেশি। সেই বিবেচনায় জয়ের জন্য শতভাগ আশাবাদী পরোপকারি এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। এদিকে প্রতিদ্বন্ধি প্রার্থী মো: জসিম উদ্দিন নতুন মুখ হলেও ভোটারদের কাছে গিয়ে নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করতে প্রচারণা চালানোর পাশাপাশি ভোট চাইছেন। তিনিও ভোটারদের সুচিন্তিত মতামত ও সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা করেন।

উপজাতীয় শরনার্থী ও উদ্বাস্ত বিষয়ক ট্রাংস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা ও বিডিআরসিএস’র খাগড়াছড়ি ইউনিটের এম রাশেদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তফসিলের সংশোধন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বরের। আজীবন সদস্য সংখ্যা ১হাজার ৩২৫জন। তবে খসড়া ভোটার তালিকা অনুযায়ী এ সংখ্যা ১হাজার ১৯৮জন বলে সূত্রে জানা গেছে। ব্যালটে কোনো প্রতীক থাকবে না, নাম দেখেই পছন্দের প্রার্থীকে বেঁছে নিতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post