• December 27, 2024

খাগড়াছড়ি শহরের কর্মহীন মানুষের মাঝে পার্থ ত্রিপুরা জুয়েল‘র ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনার আঘাতে অসহায় ও কর্মহীন ৩ হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।

বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল আনুষ্ঠানিক ভাবে জেলা সদরের শালবন গুচ্ছগ্রামের সোয়া চার’শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব সুরক্ষা করে খাগড়াপুর মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম সূচনা করেন।

প্রতিটি পরিবারকে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি আলু,আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা কেজি পেঁয়াজ তুলে দেওয়া হয়।

পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, মহামারি করোনা ভাইরাসের বিরুপ প্রভাবে পৌর এলাকার কর্মহীন অসহায় মানুষের সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে নিজের ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে মানুষের কষ্ট লাঘবের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।

ত্রাণ হাতে পেয়ে শালবনের বাসিন্দারা জানান, কাজ কর্ম না থাকায় আমরা পরিবার নিয়ে যখন খ্বু কষ্টে সময় পার করছিলাম তখন পার্থ ত্রিপুরার ব্যক্তিগত এই সহায়তা আমাদের কষ্টের মাঝে কিছুটা হলে স্বস্তি পেয়েছি মনে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post