• July 27, 2024

খাগড়াছড়ি শহরে দখল হয়ে যাচ্ছে খাল, কর্তৃপক্ষ নিরব

 খাগড়াছড়ি শহরে দখল হয়ে যাচ্ছে খাল, কর্তৃপক্ষ নিরব

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর কলাবাগান, পুরাতন পুলিশ লাইনের পাড়ে দীর্ঘদিনের পুরনো সেই খাল দখল হয়ে যাচ্ছে। প্রকাশ্যেই একের পর এক স্থাপনা গড়ে তুলছেন প্রভাবশালীরা। এতে বিলিন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই খালটি।

ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শহরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ রয়েছে নিরব।
এ সকল প্রভাবশালীদের খাল দখলের কারণে শহরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটু পানিতে তলিয়ে যায় আবাসিক এলাকাগুলো।

এখন খালের কোনো চিহ্নও নেই। পানি বা পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় শহরের মলমূত্র ও বাসা বাড়ির ব্যবহৃত ময়লা আবর্জনার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যে যার মতো করে দখল করে রেখেছে সরকারি খাল।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে প্রবহমান খালগুলোকে অবৈধ দখলদারদের হাত থেকে অবমুক্ত করে নাগরিক সুবিধার জন্য উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে পৌরবাসী।

খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দ্র চৌধুরী বলেন, খালগুলো যদিও পৌরসভার নয়, এ খাল ১নং খাস খতিয়ানভুক্ত ও জেলা প্রশাসনের হলেও পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিকারিরা যতবড় প্রভাবশালী হোক জেলা প্রশাসনের সহায়তা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post