খাগড়াছড়ি শহরে মাছ বাজারে আগুন: কোটি টাকা ক্ষতি

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ি জেলা শহরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। এতে  প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছ

রামগড়ে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির শায়িত হলেন একুশে পদক প্রাপ্ত মংছেনচীং মংছিন
খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংবাদ সম্মেলন, প্রসীত গ্রুপ ষড়যন্ত্র চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ি জেলা শহরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। এতে  প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে ।

শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের মাছ বাজার এলাকায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ও পুলিশ এবং ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘটনা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ব্যবসায়ীরা জানায়, আগুনে দোকানসহ ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় এক কোটি টাকা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দন জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে