খাগড়াছড়ি স্বনির্ভরে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রাণহানি ৬, শহরে থমথমে অবস্থা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় আঞ্চলিক দলের সন্ত্রাসীদের গুলীতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরো চার জনের অবস্থা গুরুতর বলে খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। এঘটনায় খাগড়াছড়ি জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। বিপুল পরিমাণ গুলীর খোসা দেখা যাচ্ছে। হতাহত আরো বাড়ার আশংকা করছেন তিনি।
স্থানীয়রা জানান, ১৮ আগস্ট শনিবার সকাল ৯ টার দিকে একদল অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে শহরের উত্তর খবংপড়িয়া এলাকায় ব্যাপক গুলীবর্ষণ করতে থাকে। এতে ঘটনাস্থলেই অনেকে হতাহত হন।
পরে সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খাগড়াছড়ি হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে এরিমধ্যে ৬জন মারা গেছেন। বাকী চারজনের অবস্থাও আশংকামুক্ত নয়।
এদিকে স্বনির্ভরে সশস্ত্র হামলা প্রাণহানির ঘটনায় ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রচার শাখার প্রধান নিরন চাকমা সংস্কারপন্থী সন্ত্রাসীদের দায়ী করেছেন তবে সংস্কারপন্থীরা এঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টা অস্বিকার করেছে।