খাগড়াছড়ি সদরসহ ৯টি উপজেলা হাসপাতালে রেডক্রিসেন্টের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল, মা ও শিশু হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট। একই সাথে জেলার ৯টি উপজেলা হাসপাতালগুলোতেও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
৯ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব বড়ুয়া, মা ও শিশু হাসপাতালের ইনচার্জ সুপর্না দে, ইউনিট অফিসার আব্দুল গণি, আইসিআরসি প্রতিনিধি রাতুল চাকমাসহ রেডক্রিসেন্ট ও যুব রেডক্রিসেন্ট এর সদস্যগন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, হ্যান্ড গ্লাভস, পিপিই, গাম বুট, মাক্স, চশমা, তোয়ালে, প্লাস্টিক ড্রাম, বালতি, ফ্লোর ক্লিনার, কনটিনার ইত্যাদি।