খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে আ’লীগের ফরম বিক্রি শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহর জুড়ে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান’র আগ্রহী প্রার্থীগণ। ২০ জানুযারি বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি। ২৫ জানুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহ চলবে। ২৬ জানুয়ারি জমা দেয়ার শেষ দিন। ২৯ জানুয়ারি চূড়ান্ত বাছাই করা হবে বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মনির খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আজম, অ্যাডভোকেট সুপাল চাকমা প্রমুখ মনোনয়ন বিক্রির সময় উপস্থিত ছিলেন । জানা যায়, মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা আয়কর আইনজীবী বিশ্বজিত রায় দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, ৩নং গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, রুথন চৌধুরী।