খাগড়াছড়ি সদর জোনের সহায়তায় এক প্রতিবন্ধী নারী পেলো হুইল চেয়ার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সদর জোন অসহায় এক প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার দিয়েছে। ১১মার্চ বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর জোনের পক্ষ হতে খাগড়াছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মাসুম বিল্লাহ কর্তৃক ডালিমুন খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকার রসুলপুরের বৃদ্ধা প্রতিবন্ধী নেছা কে হুইল চেয়ার প্রদান করেন।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরণের সহযোগীতা ও আর্ত-মানবতার সেবায় খাগড়াছড়ি জোন সব সময় কাজ করে যাচ্ছে।