• May 22, 2024

খাগড়াছড়ি সদর হাসপাতালের ডাক্তারদের সাথে করোনা বিষয়ক মতবিনিময় সভা

 খাগড়াছড়ি সদর হাসপাতালের ডাক্তারদের সাথে করোনা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার সদর হাসপাতালে সিভিল সার্জন ও হাসপাতালের চিকিৎসকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪জুলাই রোববার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগিদের সুচিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি সম্পর্কে সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ করোনা বিষয় বিস্তারিত তুলে ধরেন।

এসময় রোগীদের অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ টি হাই ফ্লো নেজাল ক্যানুলা ক্রয়ের জন্য সিভিল সার্জনের নিকট ৩লাখ ৫০হাজার টাকার চেক হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। একইসাথে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে দুটি ন্যাজাল ক্যানুলা ক্রয় বাবদ ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

নিম্নবিত্ত ও দুস্থ রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন আর্থিক অনুদানের ব্যবস্থা করবে মর্মে জানানো হয়। এছাড়া ল্যাব সহকারী হিসেবে ভলান্টিয়ার নিয়োগের ব্যয় জেলা প্রশাসন বহন করবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়। পরে হাসপাতালের কোভিড-১৯ রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ -খবর নেয় জেলা প্রশাসক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post