খাদেম জিন্নত আলীর ইন্তেকালে শোক প্রকাশ
ডেস্ক রিপোর্ট: মাইজভাণ্ডার দরবার শরীফের শায়খুল ইসলাম গাউছুল ওয়ারা হযরত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী আল্-মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার একনিষ্ঠ খাদেম জিন্নত আলী ১৮ এপ্রিল-২০১৯, বৃস্পতিবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১ কন্যা ও ১ ছেলে, স্ত্রী রেখে যান।
তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.), হযরত সৈয়দ মইন্দ্দুীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা এডভোকেট আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী, খাদেম আল্হাজ্ব মহসীন মোহন, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আল্হাজ্ব আলমগীর খাঁন মাইজভাণ্ডারী, প্রচার সম্পাদক খলিফা হযরত মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, সূফীবার্তা নির্বাহী সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, খলিফা আব্দুল মোতালেব মাস্টার, খলিফা আব্দুল মান্নান, খলিফা প্রফেসর নজরুল ইসলাম, খলিফা জাহিদুল হক মাস্টার, খলিফা মিনারুল হক, খলিফা গোলাম মোরশেদ খান (ফারুক), খলিফা আল্হাজ্ব মো: আব্দুল মালেক, খলিফা মো: শাহ্জাহান সরকার, খলিফা মো: মহরম আলী, খলিফা গিয়াস উদ্দিন আহমদ, খলিফা মো: কাজী ফজলুল হক, খলিফা বুলবুল আহমদসহ আন্জুমান ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তাঁরা মরহুমের বেদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম জিন্নত আলীকে ১৯ এপ্রিল শুক্রবার বাদ’ জুমা ঢাকা উত্তরার, উত্তর খান, কাঁচকুড়া রহমানিয়া মইনীয়া সাইফিয়া সুন্নিয়া মাদ্রাসা ও খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া মাঠে জানাজা শেষে কাঁচকুড়া কামরুলবাগ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বার্তা প্রেরক: (শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া) কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।