খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে উপজেলা প্রশাসন
মাটিরাঙ্গা প্রতিনিধি: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন । প্রশাসনিক উদ্যোগে চাল, ডাল, আলু , তেল ও সাবান নিয়ে কর্মহীনদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এ সময় তারা করোনা সংক্রমণ রোধে শতাধিক মাস্কও বিতরণ করেন ।
সোমবার (৩০ মার্চ) দুপুর থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাপমারা, ব্যাঙ্গমারা,ওয়াছু, চৌধুরী ঘাটের খেটে খাওয়া প্রায় ৩০০ জনসাধারণের কাছে ওই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ, দেশের এমন পরিস্থিতিতে দরিদ্রপীড়িত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রতিকুল পরিস্থিতি দীর্ঘস্থায়ী থাকবে না সুতরাং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলবে। সকলকে বাহিরে না যাওয়ার নির্দেশনা মেনে নিজ নিজ বাসগৃহে থাকার আহবান জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও স্থানীয় ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।