খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি: খাগড়াছড়ি বিএনপির অনশন পালিত
স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ জুলাই সোমবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হয়। অনশন কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। পরে সকাল ১০টায় শুরু হয় অনশন। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংনসদ; সদস্য ওয়াদুদ ভূইয়া আবারো এ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বিনা ভোটের সরকার ক্ষমতা ধরে রাখতে এক তরফা নির্বাচনের নানা কৌশল অবলম্বন করছে।
এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, মোসলেম উদ্দিন, বেলাল হোসেন, কংচাইরী মাস্টার।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার আব্দুর রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলি দেওয়ান, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাস সুমন, সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম সাংগঠনিক সম্পাদক মো. একরাম হোসেন রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর ও সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ হৃদয়সহ বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অনশনে অংশ নেন।